ঢাকা,  সোমবার  ১৭ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় শনিবার গবাদিপশুর ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

প্রকাশিত: ২৩:০২, ২৪ মে ২০২৪

কাপাসিয়ায় শনিবার গবাদিপশুর ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সরসপুর মানবতা ঘরের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সার্বিক সহযোগিতায় ২৫ মে শনিবার সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী ফ্রি গরু-ছাগল হাঁস মুরগি চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হবে ।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাপাসিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন,কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মোঃ বাবু শেখ, সরসপুর মানবতার ঘরের সভাপতি মোঃ আসাদুজ্জামান ইমন সহ স্বেচ্ছাসেবী ফোরামের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।