রোববার ০৪ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০,  ১৩ জ্বিলকদ ১৪৪৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের টঙ্গী থেকে নারী পোশাককর্মীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১৫:২০, ২২ মে ২০২২

আপডেট: ২০:৪৬, ২৪ মে ২০২২

গাজীপুরের টঙ্গী থেকে নারী পোশাককর্মীর লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর সাতাইশ শরিফ মার্কেট এলাকা থেকে ছালমা বেগম (৩০) নামে এক পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে।
নিহত ছালমা বেগম একটি পোশাক কারখানায় জুনিয়র আয়রনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার গুনাইগাছ গ্রামের সুলেমানের মেয়ে।
স্থানীয়রা জানায়, ছালমা সাতাইশ শরিফ মার্কেট এলাকার বাবুল মিয়ার ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে পোশাক কারখানায় কাজ করে আসছিলেন। ছালমা বৈবাহিক জীবনে তিন সন্তানের জননী। সন্তানরা সবাই গ্রামের বাড়ি থাকে। পারিবারিক কোনো কারণে শনিবার বিকালে চুল কালো করার দুলহান তেল খেয়ে ফেলেন তিনি।
এতে তিনি অসুস্থ হয়ে ছটফট করতে থাকেন। এ সময় আশপাশের ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ রাতে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ তার স্বজনরা গ্রামের বাড়ি নিয়ে গেছেন।

গাজীপুর কথা