ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ডুবের মেলা

প্রকাশিত: ১৬:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২২

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ডুবের মেলা

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ডুবের মেলা যুগ যুগ ধরে পালিত হচ্ছে। মাঘী পূর্ণিমায় এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। যা মানুষের মুখে মুখে ডুবের মেলা নামে পরিচিত। 
বুধবার দিনব্যাপী টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাশড়া-সৈয়দামপুর গ্রামে বংশাই নদীর পূর্ব-উত্তর তীরে অনুষ্ঠিত হয়েছে এই ডুবের মেলা। 
মেলায় জেলার দূর-দূরান্ত থেকে আগত জনগণের পূজা ও স্নান পর্বে অংশগ্রহণ এবং কেনাকাটার দৃশ্য লক্ষণীয়। ডুবের মেলায় বসে গ্রামীণ ঐতিহ্যের বাঁশবেত, কাঠ-মাটির তৈজস ও আসবাবপত্রের দোকান। এছাড়া বিভিন্ন প্রকার খাবার এবং ছোটদের আকর্ষণীয় খেলনা ও ব্যবহার্য্য জিনিসপত্রের দোকান।
ডুবের মেলার আয়োজকরা বলেন, এই মেলা যুগ যুগ ধরে পালিত হচ্ছে। ৬০ বছর ধরে মেলার আয়োজনের দায়িত্বে রয়েছি। আগে বাপ-দাদারা ডুবের মেলা আয়োজন করেছে। ডুবের মেলায় দূর-দূরান্ত থেকে মানুষে আসেন। সকাল থেকে দুপুর পর্যন্ত গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নারী-পুরুষ, কিশোর-কিশোরী বিভিন্ন বয়সের মানুষ গঙ্গাস্নানে অংশগ্রহণ করেন। ডুবের মেলায় যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতো তাহলে ডুবের মেলা জনপ্রিয়তা অর্জন করতো। রাস্তা না থাকার কারণে জমির আইল ধরে মানুষ আসে।

গাজীপুর কথা

আরো পড়ুন