ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

তথ্য অধিকার আইনের আওতায় ৯টি অভিযোগের শুনানি সম্পন্ন

প্রকাশিত: ২১:৪৮, ২২ এপ্রিল ২০২৪

তথ্য অধিকার আইনের আওতায় ৯টি অভিযোগের শুনানি সম্পন্ন

ফাইল ছবি

তথ্য কমিশন তথ্য অধিকার আইনের আওতায় ৯টি অভিযোগের শুনানি সম্পন্ন করেছে। এর মধ্যে ৭টি অভিযোগ নিষ্পন্ন করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) অভিযোগের শুনানি সম্পন্ন করেছে তথ্য কমিশন বাংলাদেশে।

সরকারের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, তথ্য কমিশন বাংলাদেশে আজ তথ্য অধিকার আইনের আওতায় ৯টি অভিযোগের শুনানি সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ৭টি অভিযোগ নিষ্পন্ন করা হয়েছে।

তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি শুনানি গ্রহণ করেন বলেও তথ্যবিবরণীতে জানানো হয়।