ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মিশরে বিক্ষোভ থেকে আল আকসা মুক্ত করার স্লোগান

প্রকাশিত: ০১:০২, ২১ অক্টোবর ২০২৩

মিশরে বিক্ষোভ থেকে আল আকসা মুক্ত করার স্লোগান

সংগৃহীত ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে হাজার হাজার মিশরীয় উত্তর আফ্রিকার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের একটি দল তাহরির স্কয়ারে জড়ো হয়। 

আল জাজিরার খবরে এটাকে ‘বিরল পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। মিশরীয় সরকার বিক্ষোভকারীদের একত্রিত হওয়ার জন্য ২৭টি স্থান অনুমোদন করে এমনকি সহায়তাও করেছে। ২০১৩ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরকার ব্যাপক গণবিক্ষোভ নিষিদ্ধ করে।

খবর অনুসারে, মধ্য কায়রোতে সুন্নি-মুসলিম বিশ্বের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান আল-আজহার মসজিদ প্রাঙ্গণে শত শত মানুষ জড়ো হয়।

 

 ‘হে আল-আকসা, চিন্তা করো না, আমরা আমাদের আত্মা এবং রক্ত দিয়ে তোমাকে মুক্তি করব’ শুক্রবার জুমার নামাজ শেষে তারা একযোগে এমন স্লোগান দেয়। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান।