ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাড়ির ওপর আছড়ে পড়লো সামরিক বিমান, শিশু নিহত

প্রকাশিত: ১৯:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৩

গাড়ির ওপর আছড়ে পড়লো সামরিক বিমান, শিশু নিহত

গাড়ির ওপর আছড়ে পড়লো সামরিক বিমান, শিশু নিহত

ইতালির উত্তরাঞ্চলীয় শহর তুরিনে প্রদর্শনীর অনুশীলনে অংশ নেয়ার সময় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মাটিতে থাকা একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে। এতে পাঁচ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় মেয়েটির নয় বছর বয়সী ভাই গুরুতর আহত এবং তাদের বাবা-মা দগ্ধ হয়।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, বিমানটি তুরিন বিমানবন্দর এলাকায় বিধ্বস্ত হয়, বিধ্বস্ত হওয়ার পরই বিমাটিতে আগুন ধরে যায়। তবে বিমান থেকে পাইলট বেরিয়ে আসতে পেরেছেন।

ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, দুর্ঘটনাটি একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’।

ধারন করা ভিডিওতে দেখা গেছে, তুরিন বিমানবন্দর থেকে ৯টি বিমান উড্ডয়ন করে। এরপরই একটি বিমান বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে।

ইতালির স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটি উড্ডয়নের পরই এর ইঞ্জিনের ভেতর পাখি ঢুকে যায়। ফলে এটিকে অবতরণ করানো সম্ভব হয়নি।

বিমানটি ফ্রেস ট্রাইকোলোরি ডেমোনস্ট্রেশন টিমের অংশ ছিল। রোববার ইতালীয় বিমান বাহিনীর ১০০ বছর পূর্তি উপলক্ষে একটি ইভেন্টে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু এ দুর্ঘটনার পরই ওই ইভেন্ট বাতিল করা হয়েছে বলে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রসেটো, নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।