ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

প্রকাশিত: ০০:২১, ২১ অক্টোবর ২০২৩

ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

ডেঙ্গুতে দেশে একদিনে আরো ১২ জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে ১৫৫৮ জন। নতুন রোগীর সংখ্যা ঢাকার বাইরেই বেশি। 

বছর শেষ হতে আড়াই মাস বাকি থাকলেও এরইমধ্যে দেশে রেকর্ড রোগী ও মৃত্যুর তথ্য নথিবদ্ধ হয়েছে।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্র“য়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ১৯ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ১৩৭ জন রোগী। 

মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্র“য়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, আগস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জন।