ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঢামেকে প্রথম ‘টেস্টটিউব বেবি’র জন্ম

প্রকাশিত: ১১:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২৩

ঢামেকে প্রথম ‘টেস্টটিউব বেবি’র জন্ম

ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রথমবারের মতো জন্ম নিল ‘টেস্টটিউব বেবি’। জন্মের পর শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, আনুমানিক ৩ সপ্তাহ আগে শিশুটির জন্ম হয়েছে। বর্তমানে শিশুটি অধ্যাপক ফাতেমা রহমানের তত্ত্বাবধানে আছে।

তিনি আরো বলেন, সরকারি কোনো হাসপাতালে এই প্রথম কোনো ‘টেস্টটিউব বেবি’র জন্ম হলো। এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।