শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩,   আশ্বিন ১৪ ১৪৩০,  ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

‘এশিয়ার ওমেন লিডার’ নিলয় মোটরসের শামীমা আক্তার

প্রকাশিত: ১৩:০২, ১৩ সেপ্টেম্বর ২০২৩

‘এশিয়ার ওমেন লিডার’ নিলয় মোটরসের শামীমা আক্তার

.

নিলয় মোটরস লিমিটেডের সিএইচআরও শামীমা আক্তার খানম ‘এশিয়ার ওমেন লিডার’ খেতাবে ভূষিত হয়েছেন। প্যান প্যাসিফিক সিঙ্গাপুরে ১৭ আগস্ট অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস’-এ তাকে একটি ফ্রেমযুক্ত শংসাপত্র দেওয়া হয়েছে।

এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আন্তন উইবোও এবং ট্রেন্ডলাইনস গ্রুপ লিমিটেডের ট্রেন্ডলাইনস এগ্রিফুড ইনোভেশন সেন্টারের সিইও ড. রোশান রাজাদুরাই সার্টিফিকেট উপস্থাপন করেন।

বিশ্ব নারী নেতৃত্ব কংগ্রেসের প্রতিষ্ঠাতা ড. আর এল ভাটিয়া অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন। সিনিয়র নেতা, গবেষক এবং শিক্ষাবিদদের একটি বিশিষ্ট প্যানেল এশিয়া থেকে পুরস্কারপ্রাপ্তদের বাছাই করেছে।