শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩,   আশ্বিন ১৪ ১৪৩০,  ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

৫ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ভুল বিয়ের অনুষ্ঠানে

প্রকাশিত: ২০:২৮, ৪ সেপ্টেম্বর ২০২৩

৫ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ভুল বিয়ের অনুষ্ঠানে

সংগৃহীত ছবি

প্রায় পাঁচ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিলেন আরতি মালা। তবে পৌঁছে যান ভুল বিয়ের অনুষ্ঠানে। কারণ, সেই বিয়ে আদৌ তার বন্ধুর ছিল না। আসলে ঠিকানার গড়মিলের কারণে ভুলটা হয়েছিল তারই। খবর খালিজ টাইমসের। 

মালার ওই বন্ধুর নাম গৌরব। থাকেন স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। আর মালার ঠিকানা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। গত সপ্তাহে ৪ হাজার ৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে গ্লাসগো শহরে পৌঁছান তিনি। 

এরপর হাজির হন বিয়ের অনুষ্ঠানস্থল পোলকশস বার্গ হলে। সেখানে গিয়ে জানতে পারেন বর তার বন্ধু গৌরব নন, স্টিফেন নামের আরেকজন। আর কনে কাইটলিন নামের এক তরুণী।