ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

যেভাবে গ্রেফতার হলেন মাহি

প্রকাশিত: ১৯:০৮, ১৮ মার্চ ২০২৩

যেভাবে গ্রেফতার হলেন মাহি

যেভাবে গ্রেফতার হলেন মাহি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সেই মামলায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ পুলিশের।

একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার পলাতক আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম।

মাহিকে গ্রেফতারের বিষয়ে তিনি জানান, আজ সকালে চিত্রনায়িকা মাহিয়া মাহি সৌদি আরব থেকে দেশে ফিরেন। ফ্লাইট থেকে নামার পর বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, একই ফ্লাইটে তার স্বামীর দেশে আসার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে থাকার জন্য সৌদি আরবে রয়ে গেছেন।

এর আগে শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

এ ছাড়া জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

এর আগে শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালনরত মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।