ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ফিলিস্তিনের পক্ষে বলায় জিজি হাদিদকে সপরিবারে হত্যার হুমকি

প্রকাশিত: ০১:০৮, ২১ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের পক্ষে বলায় জিজি হাদিদকে সপরিবারে হত্যার হুমকি

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের সমর্থনে কথা বলায় ফের হুমকির মুখে পড়লেন মার্কিন সুপারমডেল জিজি হাদিদ। এবার তাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, ইমেইল, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফোনকলেও জিজি হাদিদ ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়েছে। এতে বাধ্য হয়ে তারা প্রত্যেকেই ফোন নম্বরও পরিবর্তন করেছেন।

মার্কিন ট্যাবলয়েড টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, জিজি হাদিদ ছাড়াও তার বোন বেলা হাদিদ, ভাই আনোয়ার হাদিদ, এবংমা-বাবা ইয়োলান্ডা ও মোহাম্মদ হাদিদ হত্যার হুমকি পেয়েছেন। এজন্য তাদের ফোন নম্বর পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে হাদিদ পরিবারের পক্ষ থেকে এফবিআই এর সঙ্গে যোগাযোগ করার কথাও ভাবা হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মার্কিন সুপারমডেল জিজি হাদিদের বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি। ইনস্টাগ্রামে জিজি গত ১১ অক্টোবর ফিলিস্তিনের মানুষের জন্য সহানুভূতি প্রকাশ করে একটি পোস্ট দেন। এরপরই তাকে উদ্দেশ্য করে পাল্টা পোস্ট দেয়া হয় স্টেট অব ইসরায়েল অ্যাকাউন্ট থেকে। সেখানে জিজি হাদিদকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। সূত্র : টিএমজি।