ঢাকা,  শনিবার  ০৪ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

স্ত্রীসহ ইরানের চলচ্চিত্র নির্মাতা খুন

প্রকাশিত: ০০:৩৭, ২১ অক্টোবর ২০২৩

স্ত্রীসহ ইরানের চলচ্চিত্র নির্মাতা খুন

সংগৃহীত ছবি

ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুই ও তাঁর স্ত্রী ওয়াহিদেহ তাঁদের নিজ বাড়িতে (১৫ই অক্টোবর) ছুরিকাঘাতে খুন হয়েছেন।

রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এ হত্যাকাণ্ড সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, নির্মাতার মেয়ে মোনা মেহেরজুই শনিবার রাতে তার বাবার সাথে দেখা করতে বাড়িতে গেলে সেখানে তাদের মরদেহ দেখতে পায়। 

গত কয়েক সপ্তাহ ধরে নির্মাতার স্ত্রী সোশ্যাল মিডিয়াতে হত্যা হুমকি পাওয়ার বিষয়ে অভিযোগ করেন।

এখনো হামলাকারীর পরিচয় জানা যায়নি। চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুইয়ের বয়স হয়েছিল ৮৩ বছর।

সেদেশের বিচার বিভাগের কর্মকর্তা হোসেইন ফাজেলির সূত্রে জানিয়েছে, মেহেরজুই ও তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদীফার গলায় ছুরির আঘাতের চিহ্ন দেখা গেছে।

চলচ্চিত্র নির্মাতা মেহেরজুই ১৯৭০ সালের শুরুর দিকে ইরানের চলচ্চিত্রে নতুন ধারা সৃষ্টি করেছিলেন। তিনি বাস্তববাদী ঘরানার সিনেমা তৈরি করতেন।