ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কবি নজরুলের ১২৪তম জন্মবার্ষিকী ঘিরে ঢাবিতে নানা কর্মসূচি

প্রকাশিত: ২৩:৫৯, ২৪ মে ২০২৩

কবি নজরুলের ১২৪তম জন্মবার্ষিকী ঘিরে ঢাবিতে নানা কর্মসূচি

ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী ২৫ মে (বৃহস্পতিবার) যথাযোগ্য মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে।

এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘অগ্নিবীণার শতবর্ষ : বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ’।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা শোভাযাত্রা সহকারে সকাল সাড়ে ৬টায় কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আলোচনা সভায় বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক স্মারক বক্তৃতা প্রদান করবেন এবং একই বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা কাওসার অনুষ্ঠান পরিচালনা করবেন।

এছাড়া, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ-এর নেতৃত্বে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করবেন।