
ইউজিসির বিভাগীয় প্রধানদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যাপক ড. হাসিনা খান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত সদস্য অধ্যাপক ড. হাসিনা খান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ইউজিসির বিভাগীয় প্রধানদের নিয়ে তিনি জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে, অধ্যাপক হাসিনা খানের কমিশনে যোগদান উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, সচিব ড. ফেরদৌস জামান ও বিভাগীয় প্রধানরা অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক গবেষক ও ড. হাসিনা খান গত ৭ সেপ্টেম্বর কমিশনে পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী ইলিশের জিন রহস্য এবং পাটের জিন বিন্যাস উন্মোচনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ইউজিসি অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।