ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

হিরোইনসহ বাংলাদেশে পা রাখতেই ধরা পড়লেন আফ্রিকান নারী

প্রকাশিত: ১৭:৫৫, ২৩ জানুয়ারি ২০২২

হিরোইনসহ বাংলাদেশে পা রাখতেই ধরা পড়লেন আফ্রিকান নারী

আফ্রিকান দেশ বতসোয়ানা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন লেসেডি মোলাপিসি নামের নারী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই তার লাগেজ তল্লাশি করলে মেলে তিন কেজি হেরোইন। অবশেষে তাকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

রোববার রাতে তাকে আটক করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বতসোয়ানা থেকে ট্রানজিটে কাতার হয়ে বাংলাদেশে আসেন ওই নারী। পাসপোর্ট অনুযায়ী তার নাম লেসেডি মোলাপিসি। সন্দেহভাজন তল্লাশির সময় তার লাগেজে তিন কেজি হেরোইন পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ যাত্রী কাস্টমসকে জানান, তার ব্যাগে হেরোইন থাকার বিষয়টি তিনি জানতেন না।

ঢাকা কাস্টমস হাউজ জানায়, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

গাজীপুর কথা

আরো পড়ুন