ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

হাতীবান্ধায় বলাৎকারের অভিযোগে ইমাম গ্রেফতার

প্রকাশিত: ১৫:৫৯, ১৭ মে ২০২২

হাতীবান্ধায় বলাৎকারের অভিযোগে ইমাম গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধায় গোলাম রব্বানী নামে এক মসজিদের ইমামকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার করেছেন পুলিশ। সোমবার রাতে উপজেলার পারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।
এর আগে রোববার রাতে উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদরাসার ও এতিমখানার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
গোলাম রব্বানী উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষকের পাশাপাশি অবস্থিত একটি মসজিদে ইমামতি করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, ওই মাদরাসা ও এতিমখানায় অধ্যায়নরত এক ছাত্রকে যৌন হয়রানির অভিযোগ উঠে গোলাম রব্বানী নামে এক শিক্ষকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করা হয়। গোলাম রব্বানী দক্ষিণ পারুলিয়া এলাকার আব্দুল হকের ছেলে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাজীপুর কথা

আরো পড়ুন