ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মাস্ক দুর্নীতির অভিযোগে আদালতে শারমিন

প্রকাশিত: ০৭:৫৬, ২৫ জুলাই ২০২০

মাস্ক দুর্নীতির অভিযোগে আদালতে শারমিন

নকল মাস্ক সরবরাহের দায়ে গ্রেফতার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে আদালতে হাজির করা হয়েছে।
শনিবার দুপুর সোয়া ১টার দিকে তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

নকল মাস্ক সরবরাহের দায়ে শারমিন জাহানের বিরুদ্ধে ২৩ জুলাই মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

মামলায় অভিযোগ করা হয়, বিএসএমএমইউ হাসপাতালে মাস্ক সরবরাহের অনুমতি পায় শারমিন জাহানের প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল। কিন্তু প্রতিষ্ঠানটি নকল মাস্ক সরবরাহ করে। এই মাস্ক ব্যবহার করে চিকিৎসক ও রোগী ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে নকল মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

গতকাল শুক্রবার রাতে শাহবাগের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গাজীপুর কথা

আরো পড়ুন