ঢাকা,  শনিবার  ০৪ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:২৩, ২০ জুলাই ২০২৩

স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর সঙ্গে ঝগড়া করে ১৪ মাসের ছেলে ও ৮ দিন বয়সী মেয়েকে রেখে বাসা ছেড়ে চলে যান স্ত্রী। পরে মেয়ে শিশুটি না খেতে পেয়ে প্রাণ হারায়।

বুধবার (১৯ জুলাই) রাতে ফতুল্লার শাঁসনগাও এলাকার বনশ্রী মোড়ের শাহজাহান খানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাজিবের সঙ্গে তার স্ত্রী ফারজানার ঝগড়া হয়। একপর্যায়ে দুই সন্তান রেখে ফারজানা তার বোনের বাসায় চলে যায়। এর মধ্যে ছেলেকে খাওয়ালেও মেয়েকে কোনো কিছু খাওয়াতে পারেননি রাজিব। বুধবার রাতে মেয়ে শিশুটি নিথর হয়ে পড়লে রাজিব তার স্ত্রীর কাছে নিয়ে যান।

ফারজানা বলেন, আমার সন্তানদের রেখে মারধর করে আমাকে বাসা থেকে বের করে দেন রাজিব। পরের দিন মৃত সন্তান নিয়ে আমার কাছে আসেন রাজিব।

রাজিব বলেন, জেদ করে বাসা থেকে বের হয়ে যায় ফারজানা। পরে খাবার না পেয়ে আমার মেয়েটি মারা গেছে।

ফতুল্লা মডেল থানার এসআই জিয়াউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।