ঢাকা,  সোমবার  ০৬ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

হত্যা মামলার ২১ বছর পর রায়, তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৮:৪৯, ৬ জুন ২০২৩

হত্যা মামলার ২১ বছর পর রায়, তিনজনের মৃত্যুদণ্ড

ফাইল ছবি

মাগুরার শালিখা উপজেলায় সাহেব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ জুন) দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- শালিখা উপজেলার কোটভাগ গ্রামের শামসুদ্দিন মণ্ডলের ছেলে আব্দুস সবুর, গহর মুন্সীর ছেলে হাবিবুর ও ইমান উদ্দিনের ছেলে বুলু মিয়া।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মশিউর রহমান। আর আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী মশিউর রহমান জানান, ২০০২ সালের ৮ মার্চ সকালে শালিখা উপজেলার কোটভাগ গ্রামের বাসিন্দা সাহেব আলী মাঠে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। তিনি কোটভাগ কমিউনিটি প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে দণ্ডপ্রাপ্ত তিনজনসহ অন্যরা তাকে রামদা, বল্লম, রড় ও বাঁশ দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন।

এ ঘটনায় ওই দিনই নিহত সাহেব আলীর বাবা আমজাদ আলী বিশ্বাস ৩৬ জনকে আসামি করে শালিখা থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে তিনজনকে ফাঁসির আদেশ দেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্যদের খালাস দেন।