ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পদ্মার এক কাতল সাড়ে ১০ হাজারে বিক্রি

প্রকাশিত: ২২:০১, ২৫ মে ২০২৩

পদ্মার এক কাতল সাড়ে ১০ হাজারে বিক্রি

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি কাতল মাছ। বৃহস্পতিবার (২৫ মে) টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল মৎস্য আড়তে সাড়ে ১০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

মাছটি কিনে নেন শফিকুল ইসলাম স্বপন নামের একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট। এর আগে, ভোর ৬টার দিকে শরীয়তপুরের সুরেশ্বর মৎস্য আড়ত থেকে হাসাইলে আনা হয় বিশাল আকৃতির কাতল মাছ। মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

মাছ ব্যবসায়ী রকমান কাজি বলেন, ‘পদ্মা থেকে জেলেরা মাছটি ধরে সুরেশ্বর ঘাটে নিয়ে আসে। পরে তাদের কাছ থেকে সাড়ে ৯ হাজার টাকা দিয়ে কিনে হাসাইল মাছ ঘাটে আনি।’

সততা মৎস্য আড়তের প্রোপ্রাইটর মো. দুলাল গাজী বলেন, ‘মাছটির রেগুলার দাম আছে ১২-১৫ হাজার টাকার মতো। কিন্তু অন্য দিনের তুলনায় আজ আড়তে পাইকার কম আসায় সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি করে দেই।’

ক্রেতা স্বপন বলেন, ‘পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। এর ওপর বড় মাছ আরও সুস্বাদু হয়, তাই কিনে নিলাম।’