ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শতভাগ প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন দিয়ে গ্রেপ্তার রবিন

প্রকাশিত: ২৩:৪৬, ১ মে ২০২৩

শতভাগ প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন দিয়ে গ্রেপ্তার রবিন

সংগৃহিত ছবি

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেপ্তারের নাম মো. রবিন বাবু। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। রবিন সিরাজগঞ্জের কাজিপুরের মনসুর আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

রোববার (৩০ এপ্রিল) বগুড়ার ধুনট থানার মহিশুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম।

সোমবার (১ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ সিটিটিসির বরাত দিয়ে জানায়, প্রতিটি পাবলিক পরীক্ষার সময় কিছু অসাধু চক্র অর্থ হাতিয়ে নেওয়ার জন্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার জন্য ফেসবুক, মেসেঞ্জার এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায়। গ্রেপ্তার রবিন মূলত ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জারে এবং ফেসবুকে শতভাগ নিশ্চয়তা সহকারে বিভিন্ন বোর্ডের সব বিষয়ের প্রশ্নফাঁস করার বিজ্ঞাপন দেয়।

ভুয়া প্রশ্নপত্রের সেই ছবি বিভিন্ন জনকে একটি গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে বলে সে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচারণা চালায়। এভাবে সে বিকাশের মাধ্যমে পরীক্ষার্থীর কাছে প্রশ্নপত্র ফাঁস করার নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। এ প্রতারক চক্রের বিভিন্ন পেজ এবং গ্রুপের ফলোয়ার সংখ্যা প্রায় ১০০০ জন।

গ্রেপ্তার  রবিনের বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানানো হয়।