ঢাকা,  শনিবার  ০৪ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জুয়ার আসর থেকে পালাতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ১১:৪৮, ৯ এপ্রিল ২০২৩

জুয়ার আসর থেকে পালাতে গিয়ে প্রাণ গেল যুবকের

ফাইল ফটো

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুলিশের ধাওয়া খেয়ে জুয়ার আসর থেকে পালাতে গিয়ে আবদুস শহীদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে উপজেলার ডুমগাঁও গ্রামের একটি কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে। নিহত আবদুস শহীদ উপজেলার ডুমগাঁও গ্রামের বাসিন্দা। 

পুলিশের ধারণা, নিহত যুবক হৃদরোগে আক্রান্ত ছিলেন। পুলিশের ধাওয়া খেয়ে দুর্ঘটনাবশত মারা যান তিনি।

জানা গেছে, রাত ৮টার দিকে উপজেলার ডুমগাঁও গ্রামের একটি কবরস্থানের পাশে জুয়ার আসর বসে। খবর পেয়ে রাতেই সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে আবদুস শহীদ নামে ওই যুবক হোঁচট খেয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাহুবল থানার ওসি মো. রকিবুল ইসলাম খান বলেন, একদল জুয়াড়ি কবরস্থানের পাশে জুয়ার আসর বসায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে দৌড়ে পালানোর সময় মারা যান আবদুস শহীদ। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।