ঢাকা,  শনিবার  ০৪ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

স্ত্রীর সঙ্গে শেষ কথা বলে সৌদি প্রবাসীর চিরবিদায়

প্রকাশিত: ১০:৪০, ২৮ জানুয়ারি ২০২৩

স্ত্রীর সঙ্গে শেষ কথা বলে সৌদি প্রবাসীর চিরবিদায়

সোহেল আহম্মেদ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মামে নিজ বাসায় স্ট্রোক করে মারা গেছেন মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের সোহেল আহম্মেদ। শুক্রবার দুপুরের দিকে নিজ বাসায় স্ট্রোক করে মারা যান তিনি।

বৃহস্পতিবার রাতে সন্তানের খোঁজখবরসহ বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কথা হয় এ রেমিটেন্স যোদ্ধার। সোহেল গাংনী উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের বর্ডারপাড়া এলাকার মো. ইয়াছিনের ছেলে।

সোহেলের ছোট ভাই তরিকুল ইসলাম বলেন, সংসারের সচ্ছলতা আনতে প্রায় ৮ মাস আগে নিজের জমি জমা বিক্রি করে মরুর দেশ সৌদিতে যান সোহেল। সৌদির আরবের দাম্মাম শহরে বিল্ডিংয়ের কাজ করতেন তিনি। ভালো বেতনও ছিলো তার। শুক্রবার দুপুরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

সোহালের স্ত্রী দিপালী খাতুন বলেন, বৃহস্পতিবার রাতে আমার সঙ্গে শেষ কথা হয়েছে। একমাত্র মেয়ে সোহানার খোঁজ খবর নিলেন। ভালো করে লেখাপড়া যেনো করতে পারে সে ব্যাপারে দিক নির্দেশনা দিলেন। আমি যদি বুঝতে পারতাম এটাই আমার সঙ্গে শেষ কথা হবে। বলেই মূর্ছা যাচ্ছিলেন দিপালী।

সোহেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য দূতাবাসসহ সংশ্লিষ্ট বিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।