ঢাকা,  শনিবার  ০৪ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

আগুন পোহানোর সময় দগ্ধ হয়ে প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশিত: ২১:৩৫, ১ জানুয়ারি ২০২৩

আগুন পোহানোর সময় দগ্ধ হয়ে প্রাণ গেল বৃদ্ধার

বাড়িতে স্বজনদের ভিড়

মেহেরপুর গাংনীর চেংগাড়া গ্রামে তীব্র শীত নিবারণে আগুন পোহানোর সময় দগ্ধ হয়ে জামেলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১ জানুয়ারি) দুপুরে ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামেলা বেগম উপজেলার চেংগাড়া গ্রামের বনর উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে জেগে বৃদ্ধা জামেলা খাতুনের বাড়ির উঠানে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে পোহানোর সময় তার পরনের কাপড়ের আঁচলে আগুন লাগে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধার অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ জামিলা বেগমের মৃত্যু হয়।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জামেলা বেগম নামে এক বৃদ্ধা আগুন পোহানোর সময় দগ্ধ হয়ে মারা গেছেন বলে শুনেছি। তার মরদেহ হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।