ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

হিলিতে ডিমের হালি ৩২ টাকা

প্রকাশিত: ২১:২৬, ৪ ডিসেম্বর ২০২২

হিলিতে ডিমের হালি ৩২ টাকা

ডিম

নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যর সঙ্গে ঊর্ধ্বমুখী ডিমের বাজারে অস্থিরতা কেটেছে। দিনাজপুরের হিলিতে ডজন প্রতি ডিমের দাম ১২ থেকে ১৬ টাকা কমেছে। গত সপ্তাহে হালি প্রতি ডিম বিক্রি হয়েছে ৪০ থেকে ৪২ টাকায়। বর্তমানে সেই ডিম বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৬ টাকায় বলে জানা গেছে।

তবে ডিমের দাম কমায় সাধারণ মানুষ খুশি হলেও লোকসানে পড়তে হচ্ছে খামারিদের।

রোববার (০৪ ডিসেম্বর) বাজার ঘুরে দেখা যায়, বাজারে ডিমের চাহিদা রয়েছে ব্যাপক। স্থানীয় খামারগুলো থেকে নিয়মিত পাইকারি ও খুচরা বাজারে ডিমের সরবরাহ হচ্ছে।

মুদি দোকানদার করিম মোল্লা বলেন, বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। বাজারে সপ্তাহের ব্যবধানে পিস প্রতি এক থেকে দেড় টাকা কমেছে ডিমের দাম।

বাজারে ডিম ক্রেতা আসিফ বলেন, ডিমের চড়া দাম থাকায় কেনা বন্ধ করেছিলাম। এখন ডিমের দাম হাতের নাগালে এসেছে।

হিলির ডিম উৎপাদনকারী নয়ন পোল্ট্রি ফার্মের মালিক জানান, খাদ্যের যে দাম। সেই অনুযায়ী ডিমের দাম অনেক কম। মুরগি থেকে একটা ডিম উৎপাদন করতে আমাদের প্রায় ১১ টাকা খরচ হচ্ছে। এ দিকে ডিম বিক্রি করতে হচ্ছে ৮ টাকায়। এভাবে যদি লোকসান হতে থাকে তাহলে হয়তো আমাদের পোল্ট্রি খামার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি।