ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মজিবুর রহমানকে চেয়ারম্যান হিসেবে চায় তৃণমূল আওয়ামী লীগ

প্রকাশিত: ১৩:৩৯, ৬ অক্টোবর ২০২১

মজিবুর রহমানকে চেয়ারম্যান হিসেবে চায় তৃণমূল আওয়ামী লীগ

দেশে দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ নভেম্বর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৯ সেপ্টেম্বর বুধবার নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সে হিসেবে শরীয়তপুর জেলার ডোমসার ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই প্রার্থী নিয়ে সাধারণ মানুষের মনে রয়েছে জল্পনা কল্পনা। কে হবে নতুন চেয়ারম্যান। এবারের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রার্থী হচ্ছেন মো: মজিবুর রহমান খান। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মো: মজিবুর রহমান খান বর্তমানে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরীকমিটির সদস্য।

এর আগেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন নিয়ে পরপর দুইবার চেয়ারম্যান (২০০৩-২০১৬ ইং পর্যন্ত) নির্বাচিত হন। ২০০৭ সালে শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে সরকার কর্তৃক চীন সফর করেন। ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়েও নির্বাচনে অংশগ্রহণ করেন। এলাকার সাধারণ মানুষদের সাথে কথা হলে তারা জানান তিনি এলকায় ব্যাপক জনপ্রিয় একজন ব্যক্তি। সব সময় সাধারণ মানুষের সুখে দুখে তাকে পাওয়া যায়। তাই মজিবুর রহমানকে চেয়ারম্যান হিসেবে তারা চান।

স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথা হলে তারা জানান মজিবুর রহমান খান এর আগেও চেয়ারম্যান ছিলেন। এবং তার হাত ধরে এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হয়। যার কারণে তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তৃণমূলের নেতা কর্মীরা আশা করেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবারও মো: মজিবুর রহমান খান কে নৌকা প্রতীক তুলে দিবেন। নেতা কর্মীরা আরও বলেন মনোনয়ন পেলে তারা নৌকার জয় নিশ্চিতে কাজ করে যাবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গাজীপুর কথা