ঢাকা,  সোমবার  ১৭ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

চবির শাটলে মিলল নবজাতকের মরদেহ

প্রকাশিত: ১১:৩৮, ২৫ মে ২০২৪

চবির শাটলে মিলল নবজাতকের মরদেহ

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ছেড়ে আসা শহরগামী রাত সাড়ে ৯টার শাটলে একটি নবজাতকের মরদেহ পাওয়া গেছে। শুক্রবার (২৪ মে) রাত ১০টার দিকে চট্টগ্রাম স্টেশনে শাটল ট্রেনটি পৌঁছার পর বগি চেক করার সময় মরদেহটি পাওয়া যায় বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, বিশ্ববিদ্যালয় শাটলের ২২০৪ নম্বর বগিতে মরদেহটি পাওয়া যায়। পরে চট্টগ্রাম রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানানো হলে তারা রেলওয়ের আইনশৃঙ্খলা বাহিনী জিআরপির কাছে মরদেহটি হস্তান্তর করে।

চবি প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, মরদেহটি বর্তমানে চট্টগ্রাম রেলওয়ের জিআরপিতে আছে। সেখান থেকে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্তের ব্যবস্থা করছে।