ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গুলশানে ১০ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

প্রকাশিত: ২১:৫৯, ১৫ মে ২০২৪

গুলশানে ১০ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

সংগৃহিত ছবি

রাজধানীর গুলশান রাজস্ব সার্কেলের আওতাধীন আমাইয়া মৌজায় প্রায় ১০ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। আরএস এবং মহানগর জরিপের ধারাবাহিকতায় সরকারের নামে ১নং খাস খতিয়ানে রেকর্ড ১২৩.৫২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীর অবৈধ দখলে ছিল।

বুধবার ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের তত্ত্বাবধানে গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির অভিযান চালিয়ে এই খাস জমি উদ্ধার করেন।

একই সঙ্গে খাস জমিতে সরকারের পক্ষে মালিকানার সাইনবোর্ড স্থাপন করে ঢাকা জেলা প্রশাসনের দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়। এই অভিযান পরিচালনার সময় গুলশান রাজস্ব সার্কেলের সার্ভেয়ার, অফিস সহকারী, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। এসব খাস জমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।