ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশিত: ২১:২২, ২৪ সেপ্টেম্বর ২০২৩

মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে জেলের মৃত্যু

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে মাছ ধরে ফেরার সময় বজ্রপাতে হাফিজুল ইসলাম (৩৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) উপজেলা হরিণমারা গ্রামে এ ঘটনা ঘটে।

হাফিজুল বগুড়ার কাহালু উপজেলার চকদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে। এসময় তার সঙ্গে থাকা একই গ্রামের মৃত মহসিনের ছেলে বুলবুল (৩৫) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, সকালে বুলবুল তার খালু শ্বশুর হাফিজুলকে নিয়ে মাছ ধরতে নাগর নদে যান। দুপুরে বৃষ্টি আসায় মাছ ধরা শেষ করে তারা বাড়ি ফিরছিলেন। এমন সময় উপজেলার হরিণমারা-বাগিচাপাড়া গ্রামের ফসলি মাঠে পৌঁছালে বজ্রপাতে হাফিজুল ইসলাম মারা যান। বুলবুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বুলবুলকে উদ্ধার করে বগুড়ার হেলথ সিটি হাসপাতালে ভর্তি করেন।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মণ বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।