ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ইছামতী নদীতে নৌকাবাইচ, মানুষের ভিড়

প্রকাশিত: ১০:৫৩, ৩ সেপ্টেম্বর ২০২৩

ইছামতী নদীতে নৌকাবাইচ, মানুষের ভিড়

ইছামতী নদীতে চলছে নেীকাবাইচ, নদীর পাড়ে মানুষের ভিড়।

বগুড়ার ইছামতী নদীতে আয়োজিত হয়েছে নৌকাবাইচ। নৌকা ছুঁটে চলার এই প্রতিযোগিতা দেখতে নদী পাড়ে ভিড় জমায় হাজারও মানুষ। মাঝি মাল্লাদের ছলাৎ ছলাৎ বৈঠার আওয়াজ ছাপিয়ে শোনা যায় দু'পাড়ের মানুষদের হর্ষধ্বনি।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে ইছামতী নদীর তরণীহাট এলাকায় আয়োজিত হয় এই নৌকাবাইচ।

এতে অংশ নেয় উড়ালপঙখী, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, সততা, দুরন্ত এক্সপ্রেসসহ ১১টি দল।

প্রতিযোগিতায় বিজয়ী হয় উড়ালপঙখী। 

নৌকাবাইচ দেখতে আসা রবিন মিয়া বলেন, ‘নৌকা বাইচকে ঘিরে আশপাশের গ্রামগুলোতে উৎসব আমেজ বিরাজ করে। এই দিনটার জন্য সারাবছর অপেক্ষা করি।

স্থানীয় বাসিন্দা আমল সরকার বলেন, ‘ঈদের দিনেও এতো আনন্দ হয় না এই গ্রামে। বাইচের দিনে মেলা বসে, মেয়ের জামাইরা আসে। দুই দিন থেকে তারপর যায়।’

তরণী হাট নৌকাবাইচ উদযাপন কমিটির সভাপতি শাহ নেওয়াজ জাকি বলেন, পূর্বপুরুষের আমল থেকে এ চর্চা চলে আসছে, মাঝে কিছুদিন বন্ধ ছিল। আবার শুরু করেছি।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘ইছামতি নদীর নৌকাবাইচ দেখে সত্যিই মন ভরে গেল। এই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। নিকট ভবিষ্যতে আমরা করতোয়া নদীতে বাইচ প্রতিযোগিতা আয়োজন করবো। আমি আশা করবো যেসব ভালো দল রয়েছেন তারা সেখানে অংশ নেবেন।’