ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ট্রিপল নাইনে ফোনের পর হাসপাতালে ভর্তি সেই বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২০:২৫, ৩০ আগস্ট ২০২৩

ট্রিপল নাইনে ফোনের পর হাসপাতালে ভর্তি সেই বৃদ্ধের মৃত্যু

ফাইল ফটো

ট্রিপল নাইনে সংবাদ পেয়ে এক বৃদ্ধকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা সেই বৃদ্ধ মারা গেছেন। তার বয়স আনুমানিক (৮৬) বছর।

সাতদিন চিকিৎসাধীন থেকে সোমবার রাতে মারা যান তিনি। 

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহযোগিতায় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

মৃতের নাম শমেষ উদ্দিন খন্দকার (৮৬)। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ব্রাহ্মণডাঙ্গার বাসিন্দা তিনি। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাব্বির। তিনি জানান, গত ২১ আগস্ট রাতে উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার ট্রিপল নাইনে সংবাদ পেয়ে গোপীবাগ রেলগেট এলাকার রাস্তা থেকে অসুস্থ অবস্থায় ঐ বৃদ্ধকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

সেখানে সাত দিন চিকিৎসার পর গতকাল সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

তিনি জানান, স্থানীয়রা লোকটিকে খাবার দিত। তার পরনে ছিল সবুজ গেঞ্জি ও প্যাম্পাস। 

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা শাহিন উদ্দিন জানিয়েছেন, লোকটি উদ্ধার হওয়ার তিন দিন আগ থেকে রাস্তায় পড়ে ছিল। কথা না বললেও কিছু দিলে খেত। যখন দেখতে পাচ্ছিলাম লোকটি অসুস্থ হয়ে যাচ্ছে, তখন ট্রিপল নাইনে সংবাদ দেওয়া হয়। 

উপপরিদর্শক (এসআই) সাব্বির বলেন, প্রথমে লোকটির পরিচয় পাওয়া না গেলেও পরে সিআইডির সহযোগিতায় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় পাওয়া যায়। আমরা তার পরিবারকে সংবাদ দেওয়ার ব্যবস্থা করছি। তারা এলে জানা যাবে তিনি কীভাবে সেখানে এসেছিলেন।

মরদেহটি ঢামেক হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঐ কর্মকর্তা।