ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পুরুষদের বোরকা পরিয়ে নির্বাচনী প্রচারণা, জয়ী হলেন সেই পুতুল

প্রকাশিত: ১৭:০৬, ২৯ নভেম্বর ২০২১

পুরুষদের বোরকা পরিয়ে নির্বাচনী প্রচারণা, জয়ী হলেন সেই পুতুল

পুরুষদের বোরকা পরিয়ে নেচে-গেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টিকারী পুতুল বেগম জয়ী হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপে অনুষ্ঠিত কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউপি নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে ৩ হাজার ৬৭ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।

পুতুল বেগম জানান, ভিডিও ভাইরাল হওয়ার কারণে আমি জয়লাভ করিনি। আগে থেকেই আমার এলাকায় জনপ্রিয়তা রয়েছে। তাই বিপুল ভোটে জয় লাভ করেছি।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বিকেলে তার পক্ষে একটি মিছিল বের হয়। সেখানে বেশ কশেকজন পুরুষ বোরকা পরে গানের তালে তালে নেচে গেয়ে পুতুল বেগমের পক্ষে ভোট চান। মিছিলের নেতৃত্ব দেন পুতুল বেগম। ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

গাজীপুর কথা