ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শেখ রাসেল দাবা টুর্নামেন্ট আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রকাশিত: ১৮:২৩, ১৬ অক্টোবর ২০২১

শেখ রাসেল দাবা টুর্নামেন্ট আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলের স্মরণে 'শেখ রাসেল স্মৃতির্ যাপিড দাবা টুর্নামেন্ট' আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশের ৩০ জন কূটনীতিক অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এই প্রথমবারের মতো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, 'এ বছর দেশের কূটনীতিকরাই অংশ নিচ্ছেন। সামনের বছর থেকে বিদেশি কূটনীতিকদের নিয়ে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করব।'
উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদের সঙ্গে প্রীতি ম্যাচেও অংশ নেন পররাষ্ট্র মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ এবং গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা