ঢাকা,  বৃহস্পতিবার  ০২ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ৪১ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৪:৩০, ২৩ জানুয়ারি ২০২২

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ৪১ জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৪৫ জনে। তবে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

রোববার বিকেলে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কনক মাশরাফি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪১ জনের করোনা পজিটিভ হয়েছে। তবে কারো মৃত্যু হয়নি।

ডা. কনক মাশরাফি আরো জানান, মানিকগঞ্জ সদর উপজেলায় ২২ জন, ঘিওর উপজেলায় ৫ জন, দৌলতপুর উপজেলায় ৪ জন, সাটুরিয়া ও হরিরামপুর উপজেলায় ৩ জন এবং সিংগাইর ও শিবালয় উপজেলায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪৪৫ জন, মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ১০১ জন, মোট মৃত্যু হয়েছে ১২৬ জন, ২৪ ঘণ্টায় ১০৮ জনের স্যাম্পল নেওয়া হয়েছে। মোট স্যাম্পল নেওয়া হয়েছে ৫ হাজার ১৬ জনের।

গাজীপুর কথা

আরো পড়ুন