ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে আসছে আরো ২৫ লাখ ফাইজারের টিকা

প্রকাশিত: ১০:২০, ২৬ সেপ্টেম্বর ২০২১

সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে আসছে আরো ২৫ লাখ ফাইজারের টিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে গঠিত কোভ্যাক্স সুবিধার আওতায় আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্র থেকে আরো ২৫ লাখ ডোজ ফাইজার-বায়োএনটেকের টিকা বাংলাদেশে আসছে।
টিকাবাহী উড়োজাহাজটি এদিন রাত সোয়া ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
রোববার দুপুরে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
অধিদফতর জানায়, সোমবার রাতে ২৫ লাখ ডোজ ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাস্থ্য খাতের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে।
অধিদফতর জানায়, কোভ্যাক্স সুবিধার আওতায় আসা ও কেনা ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে।

গাজীপুর কথা

আরো পড়ুন