ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সোনালী আঁশে সুদিন ফিরেছে বিনিয়োগকারীদের

প্রকাশিত: ০৯:২৯, ১০ জুলাই ২০২১

সোনালী আঁশে সুদিন ফিরেছে বিনিয়োগকারীদের

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার আরোপিত কঠোর বিধি-নিষেধের মধ্যেই সীমিত পরিসরে লেনদেনের মাধ্যমে আরও একটি সপ্তাহ পার করলো পুঁজিবাজার। গত সপ্তাহে সোনালী আঁশ খ্যাত পাট খাতে বিনিয়োগের মাধ্যমে সুদিন ফিরেছে বিনিয়োগকারীদের। আলোচ্য সময়ে এ খাত থেকে সর্বোচ্চ রিটার্ন পেয়েছেন তারা। এ খাতে রিটার্নের হার ৬ দশমিক ৩ শতাংশ।

সাপ্তাহিক পর্যালোচনায় দেখা গেছে, পুঁজিবাজারে ২০টি খাতে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে গত সপ্তাহে বিনিয়োগকারীরা ১৬টি থেকে রিটার্ন পেয়েছেন। এর মধ্যে পাট খাতের বাজার মূলধন ২১০ কোটি টাকা। এ খাতের মাত্র তিনটি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত।

পাটের পর যে খাত থেকে বিনিয়োগকারীরা বেশি রিটার্ন পেয়েছেন, তা হলো মিউচুয়াল ফান্ড খাত। এ খাতে রিটার্নের হার ৬ দশমিক ২ শতাংশ। যা আমানতের সুদের হারের চেয়ে বেশি। এ খাতের বাজার মূলধন ৪ হাজার ৯০৭ কোটি টাকা। রিটার্নের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে কাগজ ও প্রকাশনা। খাতটিতে রিটার্নের হার ৫ দশমিক ৮ শতাংশ।

এছাড়া, সিমেন্ট ও আইটি খাত থেকে বিনিয়োগকারীরা ৪ দশমিক ৭ শতাংশ রিটার্ন পেয়েছেন। বস্ত্র খাত থেকে বিনিয়োগকারীরা ৩ দশমিক ২ শতাংশ, বিবিধ খাত থেকে ৩ দশমিক ১ শতাংশ, ফার্মাসিউটিক্যাল খাত থেকে ২ দশমিক ৫ শতাংশ, সেবা খাত থেকে ২ দশমিক ১ শতাংশ, সিরামিক খাত থেকে ১ দশমিক ৪ শতাংশ, চামড়া খাত থেকে ১ দশমিক ২ শতাংশ, নন- ব্যাংকিং আর্থিক খাত থেকে ১ দশমিক ১ শতাংশ, জ্বালানি খাত থেকে দশমিক ৮ শতাংশ, খাদ্য খাত থেকে দশমিক ৪ শতাংশ, প্রকৌশল খাত থেকে দশমিক ৩ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাত থেকে দশমিক ২ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

যেসব খাত থেকে বিনিয়োগকারীরা রিটার্ন পাননি সেগুলো হচ্ছে—ব্যাংকিং, জীবন বিমা, সাধারণ বিমা ও ভ্রমণ।

গাজীপুর কথা

আরো পড়ুন