ঢাকা,  শনিবার  ০৪ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজায় অবরোধ প্রত্যাহারের দাবিতে জর্ডান সীমান্তে ইরাকি আধাসামরিক বাহিনীর বিক্ষোভ

প্রকাশিত: ০১:০১, ২১ অক্টোবর ২০২৩

গাজায় অবরোধ প্রত্যাহারের দাবিতে জর্ডান সীমান্তে ইরাকি আধাসামরিক বাহিনীর বিক্ষোভ

সংগৃহীত ছবি

ইরান সমর্থিত ইরাকি আধাসামরিক বাহিনীর শত শত সমর্থক শুক্রবার জর্ডানের সাথে ইরাকের প্রধান সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়ে বিক্ষোভ করেছে। তারা গাজার সাথে সংহতি প্রকাশ করে এবং ইসরায়েলের আরোপিত অবরোধ প্রত্যাহারের আহ্বান জানায়।

খবর অনুসারে, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর প্রায় ৮০০ সমর্থক বৃহস্পতিবার রাতে বাসে করে বাগদাদ থেকে রওনা হন। শুক্রবার ভোরে পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে ইরাকি-জর্ডান সীমান্ত ক্রসিংয়ে পৌঁছান তারা।

ক্রসিংয়ে ব্যাপক নিরাপত্তা উপস্থিতির মধ্যে বিক্ষোভকারীরা তাঁবু স্থাপন করে এবং গাজার ওপর ইসরায়েলের অবরোধ তুলে নেওয়ার এবং ত্রাণ প্রবাহের অনুমতি দেওয়ার দাবি জানায়। তারা ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে এবং ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নয়’ স্লোগান দেয়।