ঢাকা,  বৃহস্পতিবার  ০২ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

২৯ মার্চ ১৯৭১, মুক্তিযোদ্ধাদের খোঁজে গ্রামে যায় হানাদার বাহিনী

প্রকাশিত: ০৪:৩৭, ২৯ মার্চ ২০২১

২৯ মার্চ ১৯৭১, মুক্তিযোদ্ধাদের খোঁজে গ্রামে যায় হানাদার বাহিনী

১৯৭১ সালের ২৯ মার্চ মুক্তিযোদ্ধাদের খোঁজে গ্রাম পর্যায়েও পাকিস্তানি সেনারা অভিযান শুরু করে। জীবন বাঁচাতে বাঙালিরা দলে দলে যেতে শুরু করেন ভারতে।

বৃহত্তর ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটে প্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের হামলায় উদ্বেগে পড়ে পাক হানাদার বাহিনী।

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াতে গেরিলারা ভালো অবস্থায়, যশোর অঞ্চলেও প্রতিরোধের মুখে পড়ে হানাদার বাহিনী। রাজশাহীর চরাঞ্চলে মুক্তিসেনাদের প্রশিক্ষণের খবর আসে বিশ্ব গণমাধ্যমে। সিলেটের চা বাগান এবং পুরো ময়মনসিংহে ছোট ছোট আক্রমণ করেন মুক্তিযোদ্ধারা।

একাত্তরের এই দিনে শহর অঞ্চল ছাড়িয়ে পাকিস্তানি বর্বরবাহিনী গ্রামে ঢুকে পড়ে। ঢাকাসহ বিভিন্ন শহর ছেড়ে যারা নিরাপদ ভেবে গ্রামে চলে গিয়েছিলেন, সেখানেও তারা আর নিরাপদ ছিলেন না।

২৫ মার্চ গণহত্যার পর থেকে দু-একটি করে পরিবার ভারত গেলেও মার্চের শেষদিকে প্রাণ বাঁচাতে দলে দলে সীমান্ত পার হতে শুরু করেন।

গাজীপুর কথা

আরো পড়ুন