ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শোলাকিয়া ঈদগাহে এবারও ঈদের জামাত হচ্ছে না

প্রকাশিত: ১৮:১৫, ১২ মে ২০২১

শোলাকিয়া ঈদগাহে এবারও ঈদের জামাত হচ্ছে না

বরাবরই দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে। উৎসবমুখর পরিবেশ ও নির্বিঘ্নে ঈদের জামাত অনুষ্ঠানে এক মাস আগে থেকে নেওয়া হয় প্রস্তুতি। ঈদের জামাতে শোলাকিয়ায় লাখও মুসল্লির সমাগম ঘটে। তবে গত বছর করোনাভাইরাস সংক্রমণ রোধে এখানে ঈদ জামাত বন্ধ রাখা হয়। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিষয়টি মাথায় রেখে সরকারের নির্দেশনা অনুসারে এবারও ঈদের জামাত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শোলাকিয়া ঈদগাহ কমিটি।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. শামীম আলম।
জেলা প্রশাসক জানান, ইতোমধ্যেল ঈদগাহ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশে বর্তমান কোভিড-১৯ সংক্রমণের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। পরে মুসল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে মসজিদে আদায় করার সিদ্ধান্ত হয়েছে। তাই একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, মসজিদে জামাতের ক্ষেত্রে স্বাস্থ্যসবিধি মেনে এবং নামাজের জায়গা পরিষ্কার করে নিতে হবে।

জনশ্রতি আছে, ১৮২৮ সালে কিশোরগঞ্জের এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’, যা এখন শোলাকিয়া নামে পরিচিত।

গাজীপুর কথা

আরো পড়ুন