
টঙ্গীতে পুনাকের কম্বল বিতরণ
টঙ্গীতে অসহায়, দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
বৃহস্পতিবার বিকালে টঙ্গীর অলিম্পিয়া স্কুলের মাঠে প্রায় ৮ শতাধিক অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করে পুনাক।
পুনাক সদস্য সিরাজুম মনিরা হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাহা চৌধুরী।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসালাম, মহানগর পুলিশের পুনাকের সভানেত্রী শারমিন আক্তার, সমাজকল্যাণ সম্পাদিকা তৌহিদা নুপুর ও মহানগর উপ—পুলিশ (দক্ষিণ) কমিশনার মাহবুব উজ জামান, নিউ অলিম্পিয়ার মিলের পরিচালক ও স্কুল কমিটির সদস্য হাসানুজ্জামান মল্লিক, কাউন্সিলর প্রার্থী হাসান উদ্দিন উদ্দিন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, পশ্চিম থানার ওসি শাহ আলম, পূর্ব থানার ওসি আশরাফুল ইসলামসহ পুলিশের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।