ঢাকা,  সোমবার  ০৬ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে কয়েল কারখানায় আগুন

প্রকাশিত: ১৬:২৮, ১৯ অক্টোবর ২০২৩

গাজীপুরে কয়েল কারখানায় আগুন

সংগৃহিত ছবি

গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় জয় কেমিক্যাল কোম্পানির ফ্যামিলি মশার কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর দুপুরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। পরে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং দুপুর ১টা ৪০ মিনিটে সম্পূর্ণ আগুন নেভানো হয়।

তিনি আরও জানান, কারখানাটির কয়েল শুকানোর ড্রায়ার মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে কারখানার শেড, আসবাব ও তিনটি ড্রায়ার মেশিনসহ কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।