
.
গাজীপুরের টঙ্গীতে শিলমুন এলাকায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় শিলমুন দক্ষিণপাড়া বালুর মাঠে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক সুজন মিয়াকে (১৪) গ্রেফতার করে রোববার গাজীপুর আদালতে পাঠায়।
ভুক্তভোগীর বাবা জানান, শনিবার বিকালে ওই এলাকার রবিউল খানের বালুর মাঠে খেলাধুলা করছিল ওই শিশুটি। একপর্যায়ে সুজন চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে পাশের কাশবনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি ডাকচিৎকার শুরু করলে সুজন কৌশলে সটকে পড়ে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ সুজনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় গ্রেফতার সুজনকে গাজীপুর আদালতে এবং ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।