
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ফকির মার্কেট এলাকা থেকে টঙ্গী পূর্ব থানা পুলিশ গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তারকৃতের নাম কামাল হোসেন(৪০)। সে বরিশালের মুলাদী থানার পাতারচর গ্রামের নুরুল হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জাল নোট সরবরাহ করা হচ্ছে এমন তথ্য পায় পুলিশ। পরে বিসিক ফকির মার্কেটের জিন্স এন্ড পলো লিমিটেড কারখানার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা নগদ ১৪ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত কামাল একজন পেশাদার জাল টাকার ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানার মামলা দায়ের শেষে আদালতের পাঠানো হয়েছে।