ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ২ বাসের প্রতিযোগিতায় শিশু নিহত

প্রকাশিত: ১৮:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২৩

গাজীপুরে ২ বাসের প্রতিযোগিতায় শিশু নিহত

বাসচাপায় নিহত শিশু জিসান

গাজীপুরে নানার বাড়ি বেড়াতে এসে মায়ের হাত থেকে ফসকে গিয়ে তাকওয়া পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহসড়কের পোড়াবাড়ি ফসিহর মাজারের সামনে ওই পরিবহনের দু’টি বাস প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জিসান (৩)। সে সুনামগঞ্জ জেলা সদর থানার মঈনপুর এলাকার আতিকুর রহমানের ছেলে।

জিএমপির সদর থানার এসআই মনিরুজ্জামান ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি এলাকায় নানার বাসায় বাবা মায়ের সাথে বেড়াতে আসে জিসান। শুক্রবার সকালে জিসানকে নিয়ে তার মা শিরিনা ঢাকা-ময়মনসিংহ মহসড়ক পার হওয়ার জন্য পোড়াবাড়ি ফসিহর মাজারের সামনে অপেক্ষা করছিল। এ সময় তাকওয়া পরিবহনের দু’টি বাস প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। বাস দু’টি আসতে দেখে জিসান ভয়ে হঠাৎ তার মায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড় দেয়। এ সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি।

খবর পেয়ে পুলিশ ঘটন্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে বাস দু’টি আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।