
বাসচাপায় নিহত শিশু জিসান
গাজীপুরে নানার বাড়ি বেড়াতে এসে মায়ের হাত থেকে ফসকে গিয়ে তাকওয়া পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহসড়কের পোড়াবাড়ি ফসিহর মাজারের সামনে ওই পরিবহনের দু’টি বাস প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জিসান (৩)। সে সুনামগঞ্জ জেলা সদর থানার মঈনপুর এলাকার আতিকুর রহমানের ছেলে।
জিএমপির সদর থানার এসআই মনিরুজ্জামান ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি এলাকায় নানার বাসায় বাবা মায়ের সাথে বেড়াতে আসে জিসান। শুক্রবার সকালে জিসানকে নিয়ে তার মা শিরিনা ঢাকা-ময়মনসিংহ মহসড়ক পার হওয়ার জন্য পোড়াবাড়ি ফসিহর মাজারের সামনে অপেক্ষা করছিল। এ সময় তাকওয়া পরিবহনের দু’টি বাস প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। বাস দু’টি আসতে দেখে জিসান ভয়ে হঠাৎ তার মায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড় দেয়। এ সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি।
খবর পেয়ে পুলিশ ঘটন্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে বাস দু’টি আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।