ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে ৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত: ১৫:৩৯, ১১ জুন ২০২৪

শ্রীপুরে ৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

সংগৃহিত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের সারা দেশে ১৮ হাজার ৫৬৬টি ঘরের মধ্যে গাজীপুরের শ্রীপুরে ৫টি পরিবার পেয়েছে নতুন ঠিকানা।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ ক্ষনিকা সভাকক্ষে থাকা মনিটরে দেখানো হয় সরকারি বাসভবন গণভবন থেকে দেশের ভার্চুয়ালি যুক্ত থাকা উপকারভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সামছুল আলম প্রধান, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাইখা সুলতানা, কাওরাইদ ইউপি চেয়ারম্যান অ্যাড. আ: আজিজ, প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আকন্দ, শ্রীপুর পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মমিনা বেগম বুলবুলি, নাজমা আক্তার,সংবাদকর্মী ওয়াশিম প্রমূখ।

জানা যায়, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে এসব ঘর পাচ্ছে সারা দেশের ১৮ হাজার ৫৬৬টি। এর মধ্য দিয়ে দেশের আরও ২৬টি জেলার সব উপজেলাসহ মোট ৭০ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে।