
সংগৃহিত ছবি
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জীবনের সবকিছু বিলিয়ে দিয়ে শেখ হাসিনার পাশে থাকব। দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার উন্নয়নে সবধরনের সার্বিক সহযোগিতা করব।
যে কোনো মূল্যে গাজীপুরের ৫টি সংসদীয় আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিব। নৌকার প্রার্থীদের জয়যুক্ত করে পুনরায় শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী বানাব। বিএনপি-জামায়াত যাতে জ্বালাও-পোড়াও করে শহরকে অশান্ত করতে না পারে সে লক্ষ্যে শহরের সব মানুষকে নিরাপদ রাখতে রাজপথে আছি, থাকব এমন কথাও ব্যক্ত করেন তিনি।
রবিবার বিকেলে টঙ্গী চেরাগআলী ট্রাকস্ট্যান্ডে বিএনপি- জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গী পূর্ব-পশ্চিম থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন অবিভক্ত টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী। গাজীপুর সিটি করপোরেশনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, আমাদের মধ্য থেকে আমরা আমাদের নেতা নির্বাচন করব, কোনো চোর, টাউট-বাটপার, চাঁদাবাজ, সন্ত্রাসী মিথ্যাবাদীদের আর নেতা বানাব না। একটি মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল জুতার মিছিল করিয়েছিল, আমি তখন গাজীপুর সিটির মেয়র ছিলাম, মহানগরের সাধারণ সম্পাদক ছিলাম, আমি চুপ ছিলাম কিন্তু বোবা ছিলাম না। এখন সময় এসেছে আপনাদের কর্মের ফল গাজীপুরবাসীর দেওয়ার। আপনাদের বিরুদ্ধে টঙ্গী গাজীপুরবাসী মাঠে নেমে গেছে।