ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় এতিমখানায় দুধ, ডিম ও টি-শার্ট বিতরণ

প্রকাশিত: ১৬:২৫, ৬ জুন ২০২৪

আপডেট: ১৬:২৬, ৬ জুন ২০২৪

কাপাসিয়ায় এতিমখানায় দুধ, ডিম ও টি-শার্ট বিতরণ

সংগৃহিত ছবি

বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ উপলক্ষে গাজীপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর সহযোগিতায় কাপাসিয়ায় এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট, ডিম ও দুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ জুন) দুপুরে কাপাসিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট ডিম ও দুধ বিতরণ করা হয় । উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার একেএম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন,কাপাসিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা সাধারণ সম্পাদক ও সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মাহমুদুল হাসান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, কাজী রাজিব, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, সাংবাদিক আকরাম হোসেন হিরনসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। একেএম লুৎফর রহমান বলেন, ডিম ও দুধ আদর্শ খাবার, তাই শিশু শিক্ষার্থীদের বেশি বেশি ডিম ও দুধ খাওয়াতে হবে।