ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় বিনামূল্যে সার-বীজ ও স্প্রে মেশিন বিতরণ

প্রকাশিত: ২১:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩

কাপাসিয়ায় বিনামূল্যে সার-বীজ ও স্প্রে মেশিন বিতরণ

সংগৃহিত ছবি

গাজীপুরের কাপাসিয়ায় মঙ্গলবার সকালে ৮০ জন কৃষকদের মাঝে ৪০০ কেজি মাসকলাই বারি মাসকলাই ৩ বীজ, ৮০০ কেজি ডি এপি ও ৪০০ কেজি এমওপি সার এবং এডিপির অর্থায়নে ১৩০ জন কৃষকের মাঝে বালাই নাষক স্প্রে-মেশিন বিনামূল্যে বিতরন করা হয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরের খরিক-২ মৌসুমে প্রণোদনা কার্যক্রমের আওতায় বিনামুল্যে উক্ত কৃষি সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার একে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৈয়দ শাকিল আহাম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম লুৎফুল কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মাজহারুল ইসলাম সেলিম, সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জাম আসাদ সহ উপজেলার বভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক গন।