
ফাইল ফটো
পুলিশ চাইলেই তার পক্ষে সমাজের সকল অপরাধ দমন করা সম্ভব নয়। কাপাসিয়ায় যে জনসংখ্যা আছে সেই তুলনায় পুলিশের সংখ্যা অনেক কম। প্রতি ১৫ হাজার ব্যক্তির নিরাপত্তার জন্য রয়েছে মাত্র একজন পুলিশ। সুতরাং অপরাধ দমনে আপনাদের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা সুস্থ সমাজ গড়তে পারবো। গাজীপুরের কাপাসিয়ায় গতকাল সোমবার বিট পুলিশের মত বিনিময় সভায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল উখিং মে এসব কথা বলেন।
“বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে দুপুরে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভায় কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত এস এম আজিজুর রহমান, পুলিশ পরিদর্শক অপারেশন আনিসুর আশিকিন, কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রদান, বারিষাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু, রায়েদ ইউপি চেয়ারম্যান শাফিকুল হাকিম মোল্লা হিরন, কাপাসিয়া বাজার ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দ, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের ইউপি সদস্যগণ প্রমুখ।